মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের (Loksabha Election) নির্ঘণ্ট প্রকাশিত হতে চলেছে। কিন্তু এবার তার আগেই রাজ্যে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। নিয়ম অনুযায়ী ভোট ঘোষণা হওয়ার পর, রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার অন্য পথ অবলম্বন করল কমিশন।
আরও পড়ুন-৪ বছরের ভাড়া বাকি, ব্যাঙ্কে তালা ঝোলালেন মালিক
জানা যাচ্ছে, আগামী ১ মার্চই রাজ্যে ১০০ কোম্পানি আধা সেনা আসছে। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি আসবে বলেই খবর। আগামী ৩ মার্চ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসবে। প্রতিটি জেলার জেলা প্রশাসনকে এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র এলাকার স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করার কাজ সেই অনুযায়ী শুরু হবে। এরপরেই কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে কমিশন জানাবে।
আরও পড়ুন-চাঁদমামা ফের ডাকছে
প্রসঙ্গত, আগামী ৩ মার্চ থেকে কমিশনের ফুল বেঞ্চ তিনদিন ধরে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা ছাড়াও জেলার জেলাশাসক, নোডাল অফিসারদের সঙ্গে এই সময়ে বৈঠক করবেন তারা। সর্বদলীয় বৈঠক হবে বলেও জানা গিয়েছে।