৪ বছরের ভাড়া বাকি, ব্যাঙ্কে তালা ঝোলালেন মালিক

শুক্রবার তাঁরা ব্যাঙ্কে এসে দেখেন তালা ঝুলছে। আসলে দীর্ঘদিন ধরে বাড়িভাড়া বকেয়া পড়ায় বারবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি।

Must read

প্রতিবেদন: ছুটির দিন নয়, তাও অফিস টাইমে তালা ঝুলল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। এর জন্য ভোগান্তির মুখে পড়লেন গ্রাহকেরা। শুক্রবার তাঁরা ব্যাঙ্কে এসে দেখেন তালা ঝুলছে। আসলে দীর্ঘদিন ধরে বাড়িভাড়া বকেয়া পড়ায় বারবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়েই ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়ির মালিক। এগরা ২ ব্লকের বালিঘাইতে প্রায় ৩০ বছর ধরে একটি ভাড়া বাড়িতে চলছিল রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি শাখা।

আরও পড়ুন-চাঁদমামা ফের ডাকছে

কিন্তু প্রায় চার বছরের বাড়ি ভাড়া বাকি পড়ায় মালিক চিরানন্দ পাত্র এই কাজ করেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘ব্যাঙ্কের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ ২০২০ সালের ৩১ জুলাইয়ের পর ৩ বছর ৭ মাস কোনও টাকা পাইনি। বারবার ম্যানেজারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে বাধ্য হয়ে ব্যাঙ্কে তালা লাগিয়েছি।’ ব্যাঙ্কের সামনে কয়েকশো গ্রাহক ভিড় করায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এগরা থানার পুলিশ মধ্যস্থতা করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Latest article