তৃণমূলের সমর্থনে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ

বাঁকুড়া তামলিবাঁধের সভা থেকে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের নেতা দীপককুমার দুলে বাঁকুড়ার প্রার্থীকে সমর্থন করার ঘোষণা করেছেন।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চে নতুন সমীকরণ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনসভা হল তামলিবাঁধে। বাঁকুড়া তামলিবাঁধের সভা থেকে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের নেতা দীপককুমার দুলে বাঁকুড়ার প্রার্থীকে সমর্থন করার ঘোষণা করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা প্রতিটি তৃণমূল প্রার্থীকে সমর্থন করব। সারা বাঁকুড়া জেলায় আমাদের আট লক্ষ ভোটার আছে। যাঁরা এই মঞ্চটিকে সমর্থন করে সারা পশ্চিমবঙ্গে দু’ কোটি ৮৭ লক্ষ মানুষের জনসমর্থন এই বিপুলসংখ্যক দলিত ভোট সারা রাজ্য জুড়ে সমস্ত তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে।

আরও পড়ুন-মানুষের আশীর্বাদই জয় আনবে তৃণমূলের : অরূপ

এদিন অরূপ চক্রবর্তীর হাতে ২৫ দফা দাবিপত্র তুলে দিয়ে তিনি বলেন, আমাদের কথা কেউ ভাবেনি, তবে অরূপ চক্রবর্তী আমাদের নৈতিকভাবে সমর্থন করেছেন, তাই আমরাও চাই তৃণমূলকে আরও শক্তিশালী করতে। বিজেপি যেভাবে দলিত সম্প্রদায়কে দিনের পর দিন নির্যাতন ও অপমান করে চলেছে, তাতে দলিতদের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা বিজেপি থেকে সমর্থন তুলে নিয়েছেন। জেলা তৃণমূল নেতৃত্ব মনে করছে, লোকসভা ভোটে দলিতদের ভোট তৃণমূলকে অনেকটাই সুবিধা করে দেবে। মঞ্চে ছিলেন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, মলয় মুখোপাধ্যায়, রেজাউল খান প্রমুখ।

Latest article