১৫০ বর্ষপূর্তিতে আজ ট্রাম প্যারেড

সেই উপলক্ষে রবিবার ট্রাম প্যারেড-এর মাধ্যমে দিনটি উদযাপিত হবে। আয়োজক ট্রামযাত্রা নামে এক ট্রামপ্রেমীদের সংগঠন।

Must read

প্রতিবেদন : দেড়শো বছর কলকাতার সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। নানা বিবর্তনের মধ্যে দিয়ে এখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে পরিবেশবন্ধু এই যান। কলকাতায় ট্রামের দেড়শো বছর পূর্তি হয়েছে গত শুক্রবার। সেই উপলক্ষে রবিবার ট্রাম প্যারেড-এর মাধ্যমে দিনটি উদযাপিত হবে। আয়োজক ট্রামযাত্রা নামে এক ট্রামপ্রেমীদের সংগঠন। সহযোগিতায় রাজ্য পরিবহণ দফতর। গড়িয়াহাট থেকে ধর্মতলা ট্রামযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ইতিহাস।

আরও পড়ুন-জলের উপর পানি না পানির উপর জল?

এই উপলক্ষে ধর্মতলায় নানা অনুষ্ঠানও হবে। উপস্থিত থাকতে পারেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, গায়ক অঞ্জন দত্ত, নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র প্রমুখ। একটি থিম সং প্রকাশ করবেন গায়ক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল। বাহন ছিল ওয়েলার ঘোড়া। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ৩.৯ কিলোমিটার পথ চলেছিল সেই ট্রাম। বিদ্যুৎচালিত যে ট্রাম এখনও চোখে পড়ে তার সফর শুরু ১৯০২ সালের ৭ মার্চ। চলেছিল ধর্মতলা-খিদিরপুর রুটে। ট্রাফিক পুলিশদের জন্য জলবাহী ট্রামও ছিল। ট্রামপ্রেমীরা কলকাতার রাজপথে ট্রাম ফেরানোর দাবি তুলেছেন। রাজ্য পরিবহণ দফতর একটি হেরিটেজ রুটে ট্রাম চালাবে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার রুটটি ফের চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কলেজ স্ট্রিট বইপাড়া, কফি হাউস, বিদ্যাসাগরের বাড়ি, বিবেকানন্দের বাড়ি ইত্যাদি ছুঁয়ে যাবে ট্রাম।

Latest article