রাখি গড়াই, খড়্গপুর : সব থেকে বড় ঘণ্টা (Bell)! ভারতের চতুর্থ, পশ্চিমবঙ্গে প্রথম। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ওল্ড সেটেলমেন্ট এলাকার বালাজি ভেঙ্কটেশ্বর মন্দিরে স্থাপন করা হল ১১ কুইন্টাল ১৬ কেজি ওজনের বিশাল এই ঘণ্টা (Bell)। মন্দির কমিটির কর্মকর্তা তারকেশ্বর রাও জানান, এই মন্দির ১৯৫৯ সালে স্থাপন করা হয়েছিল গণেশ মন্দির হিসেবে। পরে ১৯৭৬ সালে এই মন্দিরে প্রতিষ্ঠা পায় বালাজি ভেঙ্কটেশ্বর দেবের মূর্তি এবং সেই থেকেই এই মন্দির বালাজি মন্দির হিসেবে পরিচিত হয়ে উঠে খড়্গপুর শহর-সহ গোটা রাজ্যবাসীর কাছে। এই মন্দিরের প্রতিষ্ঠা লাভের পেছনের কারণ হিসেবে তিনি জানান, সেই সময় খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বালাজির কোনও মন্দির ছিল না, যদিও একটি মন্দির ছিল, সেটা মালঞ্চ এলাকায়। অনেকটা দূর হওয়ায়, এখানকার অবাঙালি মানুষেরা সংকল্প নেয়, তিরুপতি যাত্রার আগে বালাজির দর্শন করার জন্যই এখানে এই মন্দির স্থাপন করা হয়েছিল। মন্দির কমিটির কর্মকর্তার আরও জানান, খড়্গপুরের প্রায় ৪৫-৫০ শতাংশ অবাঙালি মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে এই বালাজি ভেঙ্কটেশ্বর দেবের মন্দির।
আরও পড়ুন-শান্তিনিকেতনে নয় বসন্ত উৎসব