দোলে রেকর্ড ভিড় দিঘায়

Must read

সংবাদদাতা, দিঘা : ১৮ ও ১৯ মার্চ দু’দিন দোলের (Dol Jatra) ছুটি। ২০ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি। টানা তিন দিন ছুটি। ছুটি মানে, বাঙালির হাতের কাছে রেডিমেড পর্যটনকেন্দ্র দিঘার হাতছানি। তার উপর সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আবার কোভিডের সৌজন্যে গত দু’বছর দিঘায় (Digha) সেভাবে ভিড় হয়নি। এখন বিধি-নিষেধের গেরো নেই। ফলে এবার দিঘায় ব্যাপক জনসমাগম হবে বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই দিঘার হোটেলগুলোর ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। আবার দক্ষিণ-পূর্ব রেল দোল উপলক্ষে ইতিমধ্যে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দোলের (Dol Jatra) দিঘাকে (Digha) সামনে রেখে ১৭ মার্চ থেকেই বাড়ছে বহু সরকারি বাস। ফলে খুশি দিঘার ব্যবসায়ী মহল। এসবিএসটিসি-র দিঘা ডিপো সূত্রে প্রকাশ, এই ডিপো থেকে দৈনিক ৪৬টি সরকারি বাস চলাচল করে। এ-ছাড়াও রাজ্যের অন্যান্য ডিপো থেকে আরও ৪০টি বাস দিঘায় আসে। এভাবে প্রতিদিন ৮৬টি সরকারি বাস চলাচল করে। কিন্তু, দোল উৎসব উপলক্ষে ১৭-১৯ মার্চ অতিরিক্ত ২০টি সরকারি বাস চলাচল করবে। সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “ভিড়ের সুযোগে হােটেল বুকিং নিয়ে কালোবাজারি করলে আমরা সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’ নিরাপত্তা বিষয়ে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “দোলের ভিড় সামলাতে শুধু দিঘা নয়, প্রস্তুত শংকরপুর, তাজপুর ও মন্দারমণি থানা।”

আরও পড়ুন-বালাজি মন্দিরে ১৬ ক্যুইন্টালের ঘণ্টা

Latest article