রঙে রঙিন হল শিশুরা

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : শিশুমনে আনন্দ ফিরিয়ে আনতে দুই দিন আগেই দোল উৎসব (Dol Utsav)। নানা রঙ নিয়ে স্কুল প্রাঙ্গণেই দোল উৎসবে মাতল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের টিউলিপ স্কুলের শিশুরা। বুধবার টিউলিপ স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোল উৎসবের আনন্দ শিশু মনের একঘেয়েমি বন্দিদশার কার্যত শিকল ছেড়া আনন্দের যেন রূপ নিল। এদিন দোল উৎসবে শামিল হতে দেখা গিয়েছে স্কুলের প্রায় সমস্ত পড়ুয়াদের। স্কুল প্রাঙ্গণে দোল উৎসবের (Dol Utsav) আনন্দে খুশি পড়ুয়াদের অভিভাবকরাও। টিউলিপ স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে অন্যতম উপমা পাল বলেন অভিভাবক হিসাবে বলব খুবই ভাল লাগছে, স্কুলে এসে বন্ধু বান্ধবও পাচ্ছে, গত দুই বছরে ওদের যে মানসিক অবস্থা খারাপ হয়েছিল আস্তে আস্তে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, ভাল হচ্ছে। টিউলিপ স্কুলের কর্ণধার শুভশ্রী অধিকারী বলেন দুই বছর করোনা মহামারীর কারণে সব কিছু উৎসব অনুষ্ঠান বন্ধ ছিল, শিশুরা কোনও উৎসব অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারেনি, শিশুরা প্রায় দুই বছর ধরে গৃহবন্দি। তিনি জানিয়েছেন যেহেতু আগামী ১৮ তারিখে স্কুল বন্ধ থাকছে সেই কারণে আমরা আগেই দোল উৎসব উদযাপন করছি, স্কুল প্রাঙ্গণে এই দোল উৎসবের আয়োজন যাতে দোল উৎসবের আনন্দ পুরোপুরি শিশুরা আস্বাদন করতে পারে।

আরও পড়ুন-দোলে রেকর্ড ভিড় দিঘায়

Latest article