বাম আমলের পাপ ঘোচাল কোর্ট, চাকরি ১৬৩২ জনের

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের সদিচ্ছা আর হাইকোর্টের (Education Department- Calcutta High Court) নির্দেশে মুখ পুড়ল বিকাশ ভট্টাচার্যদের, বড় জয় পেল রাজ্য শিক্ষা দফতর (Education Department- Calcutta High Court)। ২০০৯ প্রাথমিক চাকরিপ্রার্থীদের জন্য আবার সুখবর। ১৬৩২ শূন্যপদে নিয়োগে সবুজ সঙ্কেত মিলল হাইকোর্টের। বাম আমলের পাপ ঘোচাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নিয়োগ হবে দক্ষিণ ২৪ পরগনায়। আর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দু’সপ্তাহের মধ্যেই, বৃহস্পতিবার এক রায়ে জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পর প্রাথমিকে নিয়োগের খবরে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার নিয়োগ নিয়ে বরাবরই আন্তরিক। আইনি জট খুলতেই পর্ষদ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। উল্লেখ্য, ২০০৯ সালে এই ১৬৩২ জনের বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। লিখিত পরীক্ষার পরও ২০১১ সালে তা বাতিল হয় বিকাশ ভট্টাচার্যের মামলার জেরে। হাইকোর্টের এই রায়ে উত্তর ২৪ পরগনা, মালদহ ও হাওড়ার মতো দক্ষিণ ২ পরগনার ক্ষেত্রেও একই পদক্ষেপ নিল হাইকোর্ট।

আরও পড়ুন-নন্দীগ্রামে সোচ্চারে তৃণমূলের শহিদ তর্পণ, কোণঠাসা বিজেপি

Latest article