ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi infiltrators) গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখার জালে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে বাংলা, কেরল, অসম থেকেও বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন- সকালেই মেট্রোয় যান্ত্রিক ত্রুটি বেলগাছিয়া স্টেশনে, ভোগান্তি যাত্রীদের
বুধবার থেকে মুম্বই, নভি মুম্বই, থানে, নাসিকের একাধিক জায়গায় স্থানীয় থানাগুলির সাহায্যে তল্লাশি চালিয়ে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi infiltrators) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ১৭ জনের কাছ থেকেই জাল আধার এবং প্যন কার্ড পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।