সকালেই মেট্রোয় যান্ত্রিক ত্রুটি বেলগাছিয়া স্টেশনে, ভোগান্তি যাত্রীদের

Must read

বৃহস্পতিবার সকালেই ফের যান্ত্রিক ত্রুটি বেলগাছিয়া স্টেশনে। ব্যস্ত সময়ে ভোগান্তি যাত্রীদের। প্রায় ৩০ মিনিট পরে স্বাভাবিক হয় মেট্রো (kolkata metro) চলাচল। আজ সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় অনেক সময় ধরেই দাঁড়িয়ে ছিল মেট্রো। ডাউন লাইনের পরিষেবা ছিল স্বাভাবিক। সেই সময় গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।

আরও পড়ুন- গত এক দশকে উষ্ণতম বড়দিন

তবে পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক মেট্রো (kolkata metro) ছেড়ে দিতে হয় যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা মেট্রোর কারণে পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারছে না বলে অভিযোগ।

Latest article