১৭ উপস্বাস্থ্যকেন্দ্র মুর্শিদাবাদে

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, রানিনগর-দুই ও সুতি-এক নম্বর ব্লকে ১৭টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার চারটি ব্লকের পিছিয়ে-পড়া গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে ১৭টি উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার অনুমতি দিল রাজ্য স্বাস্থ্য দফতর। পাঁচটি মহকুমা স্পেশালিস্ট হাসপাতালে রোগীর চাপ কমাতে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিকাঠামো উন্নীতকরণের কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-রেলের গাফিলতিতে দুর্ঘটনা

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, রানিনগর-দুই ও সুতি-এক নম্বর ব্লকে ১৭টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। জলঙ্গি ব্লকে চারটি হবে ধনিরামপুর, ফরিদপুর, মুরাদপুর ঘোষপাড়া ও কুতুবপুরে।

রানিনগর দু’ নম্বর ব্লকে উপস্বাস্থ্যকেন্দ্র হবে গোধনপাড়ায়। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের সাতটি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র হল— বিলকান্দি, খোসবাগ, ধরমপুর, বাটি, কুসুমকোলা, চুনাখালি ও সিংহা। জঙ্গিপুর মহকুমার একমাত্র সুতি এক নম্বর ব্লকের পিছিয়ে-পড়া গ্রামীণ এলাকায় পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্রের অনুমতি মিলেছে।

Latest article