বিজেপির মহারাষ্ট্রে আয়কর দফতরের তল্লাশিতে এবার উদ্ধার ১৭০ কোটি!

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের আবহে ফের দেশ থেকে উদ্ধার কোটি কোটি টাকা। এবার বাণিজ্যনগরী থেকে এত টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বিজেপি শাসিত মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দফতর (Income Tax Department) অভিযান চালিয়ে নগদ ১৭০ কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ৭২ ঘণ্টা ভান্ডারী ফিন্যান্স এবং আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি চালান আয়কর কর্তারা। তার মধ্যে কেবলমাত্র নগদ টাকা গুনতেই লেগেছে ১৪ ঘণ্টা! আয়কর দফতর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারি বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ সামনে আসতেই পুণে, নাসিক, নাগপুর, পরভনি, ছত্রপতি শম্ভাজিনগর এবং নান্দেড়ের মতো মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক তল্লাশি শুরু করে। আয়কর দফতর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারীদের ‘ভান্ডার’ থেকে মোট ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ। তবে সূত্রের খবর, টাকা গুনতে ব্যাঙ্ক থেকে যে যন্ত্র আনা হয় সেই যন্ত্র চালিয়েও সব টাকা গুনতে প্রায় ১৪ ঘণ্টা সময় লেগে যায়। তবে শুধু টাকা নয় উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র। যে নথিগুলি পৃথক পৃথক ভাবে যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। তাঁদের সন্দেহ, নথি থেকে আরও বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে। একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে চেপে নান্দেড়ে পৌঁছন। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দফতর। আগামিদিনেও আয়কর দফতর নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এ ভাবেই তল্লাশি অভিযান জারি রাখবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দফতরের (Income Tax Department) অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা, কেজি কেজি সোনা।

আরও পড়ুন- সম্রাটের শাসন নয়, গণতন্ত্রই পথ : চন্দ্রচূড়

Latest article