বাংলাদেশে (Dengue- Bangladesh) ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী চলতি মরশুমে বাংলাদেশে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ১৭৬ জন। ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বহু হাসপাতালে ভর্তি হয়েছেন ২হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯ জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি জায়গাকে ডেঙ্গির জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন- মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে INDIA জোটের ধর্ণায় অভিষেক
ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছিলে বাংলাদেশের (Dengue- Bangladesh) ঢাকায়। এখন ঢাকা থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনাতেও ক্রমশ ছড়ে পড়ছে ডেঙ্গি। ঢাকার দুটি সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও ডেঙ্গির প্রকোপ মাত্রা ছাড়িয়েছে। পুরকর্তাদের অভিযোগ, হাজার হাজার প্রচারের পরেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। এ বারে সংক্রামকদের একটা বড় অংশ পাঁচ বছরের কম বয়সি শিশুরা। চিকিৎসকরা জানাচ্ছেন, এডিস মশা কামড়ায় সাধারণত দিনের বেলা। শিশুদের চলাফেরা কম হয় বলে তাদের মশা বেশি কামড়ায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বড়দের থেকে কম হয়। সম্ভবত এই কারণেই শিশুদের আক্রান্তের মাত্রা বেশি।
চট্টগ্রাম ও বরিশালেও ডেঙ্গি রোধে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। কারণ ঢাকার বাইরে এই দুই জায়গা থেকে সব চেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। সরকারি হিসেব অনুযায়ী, শনিবার পর্যন্ত গত দেড় মাসে মোট ৩০ হাজার ৬৮৫ জন ডেঙ্গি সংক্রামককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়িতেও এর কয়েক গুণ বেশি আক্রান্তের চিকিতসা শুরু হয়েছে।