মণিপুর ইস্যুতে তোপ দেগে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার ঘোষণা পরিষদীয় মন্ত্রীর

Must read

মণিপুরে অশান্তি অব্যাহত। যত দিন যাচ্ছে অশান্তির আঁচ আরও বাড়ছে বিজেপি শাসিত মণিপুরে। মণিপুরের লাগাতার হিংসা, নারী নির্যাতন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। সোমবার, বিধানসভায় বাদল অধিবেশনের আগে জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। এদিন সর্বদল বৈঠক ডাকা হয়। কিন্তু BJP বা ISF কেউই এই বৈঠকে উপস্থিত ছিল না। এদিন, শুধু তৃণমূলের বিধায়কদের নিয়েই হয় বৈঠক। বিজেপির অভিযোগ, বিধানসভার রীতি ভঙ্গ করছে শাসকদল। বিরোধীদলকে সম্মান দেয় না। সেই কারণে বয়কট বৈঠক করে তারা। বৈঠকের পর নির্ধারিত সময়েই অধিবেশন শুরু হয়। প্রথামাফিক শোকপ্রস্তাব পাঠের পরে অধিবেশন মুলতুবি হয়ে যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানান, মণিপুরে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। গত ৩মাস ধরে সেখানে লাগাতার হিংসা চলছে। নারীদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আরও দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সরকারের ভূমিকা। বিজেপি ডবল ইঞ্জিন সরকারকে প্রবল কটাক্ষ করে পরিষদীয় মন্ত্রী বলেন, মণিপুরে তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাও সেখান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার। শোভনদেবের কথায়, ভারতের সভ্যতা ৩ হাজার বছরের পুরনো। সেখানে মেয়েদের উপর বর্বরোচিত অত্যাচার অত্যন্ত লজ্জাজনক।

মণিপুরের (Manipur) বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ নীরবতা নিয়েও প্রবল খোঁচা দেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলেন, দেশের এক রাজ্যে মহিলাদের উপর নির্মম অত্যাচার চলছে। আর এতদিন পরে তা নিয়ে মাত্র আড়াই মিনিট সময় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী। দেশের বাইরে ও ভিতরে বিভিন্ন বিষয়ে তিনি বেশি বকেন। কিন্তু মণিপুর নিয়ে উদাসীন মোদির। ক্ষমতায় থাকার জন্য মৌন কেন্দ্রের সরকার, এটা লজ্জাজনক- মত শোভনদেবের। বিজেপির অভিযোগ, বিভিন্ন রাজ্যেও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। সেই অভিযোগ উড়িয়ে পরিষদীয় মন্ত্রী বলেন, এতবড় দেশে কোথাও বিচ্ছিন্ন ঘটনা পারে। কিন্তু মণিপুরে গত তিনমাস ধরে লাগাতার হিংসা চলছে। এর শেষ কোথায়! প্রশ্ন তোলেন বর্ষীয়ান বিধায়ক। এই বিষয় নিয়ে বিএ কমিটির বৈঠকের পরে নিন্দা প্রস্তাব আনা হবে।

আরও পড়ুন- মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে INDIA জোটের ধর্ণায় অভিষেক

Latest article