২০২২ সালে ১৮৫ জন মহিলা চলন্ত ট্রেনে বা স্টেশনে সন্তানের জন্ম দিয়েছেন

Must read

প্রতিবেদন : তাঁরা কেউ ছিলেন চলন্ত ট্রেনের যাত্রী। কেউ বা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময়ই তাঁদের প্রসব বেদনা ওঠে। ২০২২ সালে এমনই ১৮৫ জন মহিলা চলন্ত ট্রেনে বা স্টেশনে (185 women delivered baby) সন্তানের জন্ম দিয়েছেন। অন্তঃসত্ত্বা মহিলাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রেল পুলিশের নারীবাহিনী। রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। আরপিএফের মোট কর্মীর নয় শতাংশ মহিলা। তাঁরা মহিলা যাত্রীদের নানাভাবে সাহায্য করে থাকেন। তারমধ্যে প্রসবকালে সহায়তা অন্যতম। এদিন রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮৫ জন মহিলা যাত্রীর (185 women delivered baby) মধ্যে ১২৩ জন কোনও না কোনও চলন্ত এক্সপ্রেস বা লোকাল ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন। চলন্ত ট্রেনের মধ্যেই যথাসম্ভব সুরক্ষিত পরিবেশে ওই মহিলা যাত্রীরা সন্তানের জন্ম দিয়েছেন। বাকি ৬২ জন মহিলা ট্রেন ধরতে স্টেশনে এসে প্ল্যাটফর্মেই সন্তানের জন্ম দিয়েছেন। ভারতীয় রেলের অপারেশন মাতৃশক্তি প্রকল্পে সন্তানসম্ভবা মহিলাদের এই বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে।
পাশাপাশি রেল সুরক্ষা বাহিনীর বিশেষ শাখা জীবনরক্ষা বাহিনী ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৭৮৯ জন মানুষের প্রাণ বাঁচিয়েছে। যার মধ্যে ৩২৬ জন মহিলা এবং ৪৬৩ জন পুরুষ। ওই যাত্রীরা ট্রেন থেকে ওঠা বা নামার সময় কোনও না কোনওভাবে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন। যে কোনও মুহূর্তেই তাঁদের প্রাণ সংশয় ঘটতে পারত। কিন্তু রেলরক্ষী বাহিনীর তৎপরতায় তাঁরা কার্যত পুনর্জীবন পেয়েছেন।

আরও পড়ুন-পানীয় জল, রাস্তাঘাটের চেয়েও গুরুত্বপূর্ণ লাভ জিহাদের ইস্যু

Latest article