৮ কোটি টাকায় ১৮৯টি প্রকল্প, পূর্ব বর্ধমান জেলায় সৌরবিদ্যুৎ

জেলা জুড়ে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়িয়ে এ-ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : পেট্রোল-ডিজেল পোড়ানো কম করাই হোক বা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি থেকে উদ্ভূত দূষণ কমাতে রাজ্য সরকার আন্তরিক। সেই লক্ষ্যে বিভিন্ন জেলাতেই অচিরাচরিত শক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। জেলা জুড়ে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়িয়ে এ-ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ।

আরও পড়ুন-দেবদাসের স্মৃতিতে মেলা, আকর্ষণ জাম্বো ল্যাংচা

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, প্রায় আট কোটি টাকা ব্যয়ে জেলায় ১৮৯টি সোলার প্রকল্প তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই এ-ব্যাপারে টেন্ডার ডাকা হয়েছে। দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে সভাধিপতি জানিয়েছেন। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, জেলার ২৩টি ব্লকের মধ্যে বড় ব্লকগুলিতে ১৪টি করে প্রকল্প এবং ছোট ব্লকগুলিতে ৭টি করে প্রকল্প তৈরি করা হচ্ছে। এর ফলে বিদ্যুতের খরচ যেমন অনেকটাই কমানো সম্ভব হবে, তেমনি চাষের জন্য জল এবং পানীয় জলের সমস্যাও মিটবে বলে জানিয়েছেন বিশ্বনাথ। সেই সঙ্গে পরিবেশ দূষণও অনেক কমবে।

Latest article