বড় দুর্ঘটনা ছত্তিশগড়ে, মালবাহী গাড়ি উল্টে মৃত্যু ১৯ জনের!

Must read

বড় দুর্ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh Accident) কাওয়ার্ধে। নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খালে পড়ল গাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। আহত বহু। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, একটি ছোট মালবাহী গাড়িতে চেপে তেন্দুপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন বাইগা আদিবাসী সম্প্রদায়ের ২৫-৩০ জন। বাহপানি এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ২০ ফুট গভীর খালে পড়ে যায় গাড়িটি (Chhattisgarh Accident)। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল এসে শুরু করে উদ্ধারকাজ। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- মোদির মঞ্চে নেতা, তার ঘর থেকেই উদ্ধার ৩৫ লক্ষ

ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার শিকার প্রত্যেক শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Latest article