রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Must read

২১ মে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুবার্ষিকী। রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- বড় দুর্ঘটনা ছত্তিশগড়ে, মালবাহী গাড়ি উল্টে মৃত্যু ১৯ জনের!

১৯৯১ সালে রাজীব গান্ধী (Rajiv Gandhi) এদিন নিহত হন। ৩১ অক্টোবর ১৯৮৪, যেদিন ইন্দিরা গান্ধী তাঁর দেহরক্ষীদের দ্বারাই নিহত হন সেদিন রাজীব গান্ধী পশ্চিমবঙ্গে ছিলেন। মায়ের মৃত্যুর পর মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এদিন মাদ্রাজ থেকে ৩০ মাইল দূরে শ্রীপেরুম্বুদুরে যখন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছিলেন, তখন নির্বাচনী সভায় তামিল জঙ্গিদের ঘটানো আত্মঘাতী বিস্ফোরণে তিনি প্রাণ হারান।

Latest article