কাবুলের (Kabul Blast) শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ। বিকট বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ (Kabul Blast) ঘটে। পশ্চিম কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন বিস্ফোরণটি হয়। যার জেরে কেঁপে ওঠে ‘কাজ এডুকেশন সেন্টার’ নামক ওই প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া। তাঁদের মধ্যেই অনেকেরই প্রাণহানি হয়েছে।
আরও পড়ুন: সব মহিলার সুরক্ষিত-আইনি গর্ভপাতের অধিকার আছে
যদিও এখনও পর্যন্ত এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।