আজ পঞ্চমী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Must read

আজ ৩০ সেপ্টেম্বর পঞ্চমী। শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষের ঠাকুর দেখার পর্ব। এই বছর মহালয়ার আগে থেকেই কলকাতার বিভিন্ন পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষন পরেই নিয়ম অনুযায়ী শুরু হয়ে যাবে দেবীর বোধন।‌‌ এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Panchami- Mamata Banerjee) নিজের সোশ্যাল মিডিয়াতে রাজ্যবাসীকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে মুখ্যমন্ত্রী (Panchami- Mamata Banerjee) লিখেছেন, “পঞ্চমীর এই শুভ দিনে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।পুজোর উদযাপন পুরোদমে শুরু হয়ে গিয়েছে এবং আমাদের প্রিয় উৎসব এখন স্বমহিমায় ফিরে এসেছে। এই জন্য আমি খুবই আনন্দিত।আসুন, আমরা সকলে এই উৎসবে অংশগ্রহণ করে, উৎসবকে আরও আনন্দমুখর করে তুলি।”

আরও পড়ুন-উৎসবের আমেজে মেতেছে রাজ্যবাসী, চতুর্থীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শহর মেতেছে শারদ আনন্দে। শুক্রবার সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই আকাশে মেঘের দেখা মিলেছে। তবে দর্শনার্থীদের ভিড় কম নেই মণ্ডপে মণ্ডপে।

Latest article