ব্লুমফন্টেইন, ৫ ফেব্রুয়ারি : মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে অপ্রতিরোধ্য ভারত। গ্রুপ পর্ব থেকে সুপার সিক্স পর্বে একটাও ম্যাচ হারেনি ভারত। সুপার সিক্স পর্বে নিউজিল্যান্ড ও নেপালকে বড় ব্যবধানে হারিয়ে নক আউট পাকা করেন উদয় সাহারানরা। আগের ম্যাচে দুর্বল নেপালের বিরুদ্ধে ভারত অধিনায়ক সাহারান এবং শচীন দাস সেঞ্চুরি হাঁকিয়েছেন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সৌমি পাণ্ডে।
আরও পড়ুন-বাজেট বক্তৃতায় অনুত্তরিত অথচ জরুরি কিছু জিজ্ঞাসা
ইতিমধ্যেই তাঁর দখলে ১৬টি উইকেট। এছাড়াও সরফরাজ খানের ভাই মুশির খান ব্যাটে-বলে ফর্মে আছেন। পাঁচ ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩৩৪ রান করে শীর্ষে আছেন তিনি। পিছিয়ে নেই রাজ লিম্বানি, আর্শিন কুলকার্নিরাও। তাই ভারতের সামনে ষষ্ঠবার বিশ্বকাপ খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতেছে একবার।