ব্রিটেনের রাজা কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত

বাকিংহাম প্যালেসের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রিন্স হ্যারি বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়ে ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন

Must read

সিংহাসনে বসলেন ৬ মাস আগেই আর এর মধ্যেই ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের (Britain) রাজা কিং চার্লস (King Charles)। বাকিংহাম প্যালেসের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রিন্স হ্যারি বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়ে ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন। কিং চার্লসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে তাঁর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-১৯ বিশ্বকাপে আজ সামনে দক্ষিণ আফ্রিকা

এই মুহূর্তে কিং চার্লস হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে কাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিয়ে এভাবে গুরুত্ব সহকারে দেখার জন্য ব্রিটেনের রাজা চিকিৎসক-সহ হাসপাতালের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি ইতিবাচক এবং খুব তাড়াতাড়ি কাজে ফেরার চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন-বাজেট বক্তৃতায় অনুত্তরিত অথচ জরুরি কিছু জিজ্ঞাসা

৬ মাস আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনে । তারপর গত ৮ সেপ্টেম্বরে সিংহাসনে মাথায় ক্রাউন পরিয়ে তাঁকে রাজার স্বীকৃতি দেওয়া হয়। সেই রাজ্যভিষেক হওয়ার ৬ মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হলেন কিং চার্লস।

Latest article