উত্তরাখণ্ডে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। যার মধ্যে ৩৪ জন শিক্ষার্থী এবং সাতজন প্রশিক্ষক। ছন্দা গায়েনের পর আবারও এক এভারেস্টজয়ী মহিলা পর্বতারোহীর মৃত্যু হল। চলতি বছরের মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই আটহাজারি পর্বতশৃঙ্গ জয় করেছিলেন সবিতা। ১২ মে বিশ্বের উচ্চতম শৃঙ্গ, ৮,৮৪৮ মিটার উঁচু এভারেস্টের পর ২৮ মে ৮,৪৬৩ মিটারের মাকালু জয় করেছিলেন সবিতা। শেষ পর্যন্ত উত্তরাখণ্ডের গাঢ়ওয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডান্ডা-২ শিখরের কাছেই বুধবার এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়ালের (Savita Kanswal) দেহ উদ্ধার হয়েছে। সবিতা ছাড়াও এদিন আরও তিনজনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার তুষারধসের পর মৃতেরা সকলেই নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন-দশেরায় বিভিন্ন অঞ্চলে বিচিত্র রীতি
২৬ বছরের সবিতা (Savita Kanswal) উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের প্রশিক্ষক ছিলেন। তাঁর সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষক নাউমি। এভারেস্ট এবং মাকালু শৃঙ্গ জয়ের পর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে স্থায়ী প্রশিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের মেয়ে সবিতা। সবিতা ভারতের দ্বিতীয় এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী যাঁর মৃত্যু হল হিমালয়ে দুর্ঘটনায়। এর আগে ২০১৪ সালের মে মাসে কাঞ্চনজঙ্ঘা জয়ের পরে ইয়াংপুং কাং শৃঙ্গে আরোহণ করতে গিয়ে মৃত্যু হয়েছিল বাংলার ছন্দা গায়েনের।