পরিবেশবান্ধব উপায়ে প্রতিমা বিসর্জন

Must read

প্রতিবেদন : ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার (National Mission For Clean Ganga) নির্দেশ মেনে কলকাতায় এলাকার বেশ কয়েকটি বড় পুকুরে পরিবেশবান্ধব উপায়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থায় দূষণ অনেকটাই কমানো সম্ভব হবে বলে পরিবেশ দফতরের কর্তাব্যক্তিরা মনে করছেন। ওই দফতর সূত্রে জানানো হয়েছে যে পুকুরের মধ্যে সিনথেটিক লাইনার লাগানো হবে যাতে ফুল-বেলপাতা-সহ অন্যান্য পুজোর সামগ্রী জলের নিচে জমতে না পারে। সেগুলি তাড়াতাড়ি জল থেকে অন্যত্র তুলে ফেলা হবে। এর ফলে জল দূষিত হবে না। অস্থায়ীভাবে তৈরি করা জলাশয়ের দ্রুত আবর্জনা সরিয়ে ফেলা হবে। পরিবেশ দফতরের এক কর্তা বলেছেন, জলদূষণ (National Mission For Clean Ganga) ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ প্রতিমায় বিভিন্ন ধরনের রাসায়নিক রং ব্যবহার করা হয়ে থাকে তাই এগুলি জলে যত কম মিশবে ততই মঙ্গল।

আরও পড়ুন-তুষারধসে দ্বিতীয় এভারেস্টজয়ী মহিলা পর্বতারোহীর মৃত্যু

Latest article