খুলল ২ বগির সংযোগকারী পিন

ভোরে ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার দেখতে পান ইঞ্জিনের সঙ্গে লাগানো বগিটির বাফারের পাইপটি ঝুলছে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ফের রেলের উদাসীনতা সামনে এল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। চলন্ত অবস্থায় দুটি বগির সংযোগকারী বাফারের পিন খুলে গেল। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। জলপাইগুড়ি রোড স্টেশনে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-আদানি নিয়ে মিডিয়ার উপর নিষেধাজ্ঞা নয়, সাফ জানাল সুপ্রিম কোর্ট

শুক্রবার ভোরে ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার দেখতে পান ইঞ্জিনের সঙ্গে লাগানো বগিটির বাফারের পাইপটি ঝুলছে। সেই সময় স্টেশনে থাকা রেলকর্মীরা নতুন পিন লাগিয়ে তারটি জুড়ে দেন। কিন্তু জুড়ে দেওয়ার পর ট্রেন চালু হলে ফের ইঞ্জিন থেকে ওই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এনজেপি থেকে ইঞ্জিন এনে ট্রেনের বগিকে সরিয়ে ট্রেনটিকে রওনা করানো হয়। এই মেরামতির কারণে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় হাওড়া-কামরূপ এক্সপ্রেসকে।

Latest article