সিকিমে ধসে মৃত ২ নির্মাণ শ্রমিক

মৃতের সহকর্মী দিলীপ রায় জানান, গত ১৫ ডিসেম্বর একটি ঠিকাদার সংস্থার হয়ে তাঁরা পেলিংয়ে স্কাইওয়াক তৈরির জন্য ৯ জন শ্রমিক কাজে গিয়েছিলেন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : সিকিমের পেলিংয়ে কাজে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই রাজমিস্ত্রির। আহত হয়েছেন আরও দু’জন। সকলেই জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ধামিপাড়ার বাসিন্দা। মৃতরা হলেন রবি রায় (৩৫) ও সুধীরাম ওরাওঁ (৪৫)। আহতরা হলেন প্রশান্ত রায় (৪৫), সম্পদ রায় (২৭)। আহতরা শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। শনিবার জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সরকারিভাবে কোনও খবর না এলেও স্থানীয়সূত্রে জানতে পেরেছি, সিকিমে কাজে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-শহিদবেদি ভেঙে ছেঁড়া হল তৃণমূলের পতাকা, নন্দীগ্রামে বিজেপির তাণ্ডব

সিকিম প্রশাসনের সঙ্গে জেলার তরফে যোগাযোগ করা হয়েছে। মৃতের সহকর্মী দিলীপ রায় জানান, গত ১৫ ডিসেম্বর একটি ঠিকাদার সংস্থার হয়ে তাঁরা পেলিংয়ে স্কাইওয়াক তৈরির জন্য ৯ জন শ্রমিক কাজে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে সবাই নির্মাণস্থলে যান, সেখানে কংক্রিটের নির্মাণ তৈরি জন্য লোহার রড বাইন্ডিংয়ের কাজ হচ্ছিল। এমন সময় আচমকা ধস নামে। সেখানে তিনিও ছিলেন। ধসের তলায় চাপা পড়ে যান চারজন। তার মধ্যে রবি রায় ও সুধীরাম ওরাওঁ নামে দু’জন ঘটনাস্থলেই মারা যান। ওখানকার প্রশাসন ও পুলিশের সাহায্যে বাকি দু’জনকে উদ্ধার করা হয়। শনিবার সকালেই সদরের বিডিও অফিস থেকে আধিকারিকরা মৃত ও আহতদের বাড়িতে আসেন। খোঁজখবর নেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে ধামিপাড়া এলাকায়।

Latest article