সুপ্রিম কোর্টের মন্তব্যে উত্তাল সিকিম

চলছে বন্‌ধ, আটকে পর্যটকরা

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে উত্তাল সিকিম (Supreme Court- Sikkim)। চলছে প্রবল বিক্ষোভ, পালিত হচ্ছে বন্‌ধ। পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট শনিবার থেকে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে। এসডিএফের ডাকা বন্‌ধকে ঘিরে শনিবার উত্তাল হল এই পাহাড়ি রাজ্য। শনিবার সকালে শাসকদল এসকেএম এবং বন্‌ধ পালনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে ছোঁড়া হয় পাথর। নামচিতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ চলছে গ্যাংটক, পেলিং, রোংলি বাজার এলাকাতেও। জমজমাট রোংলি বাজার এদিন ছিল কার্যত স্তব্ধ। সিকিমের পর্যটন অ্যাসোসিয়েশন ও পরিবহণ ইউনিয়ন অবশ্য এই বন্ধের বিরোধিতা করেছে। বন্‌ধের জেরে সিকিমের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন বহু পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন অনেক বাঙালিও।

গত ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট (Supreme Court- Sikkim) একটি মামলার পর্যবেক্ষণে মন্তব্য করেছিল, সিকিমের নেপালিরা বিদেশি বংশোদ্ভূত। শীর্ষ আদালতের ওই মন্তব্যে আগুনে ঘি পড়ে। শীর্ষ আদালতের ওই মন্তব্যের বিরুদ্ধে সিকিম সরকার কোনও প্রতিবাদ জানায়নি। প্রতিবাদ না জানানোর কারণে ইস্তফা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মণি শর্মা। মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগপত্রে মণি লেখেন, রাজ্য সরকার সিকিমের অধিবাসীদের ভাবাবেগ গুরুত্ব সহকারে বিচার করেনি। তাই এই সরকারে থাকার আর প্রয়োজন নেই। একই কারণে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সুদেশ জোশীও।

আরও পড়ুন-আমেরিকার আকাশে ফের গুপ্তচর বেলুন, সতর্ক পেন্টাগন

চাপে পড়ে পরিস্থিতি সামাল দিতে ওই পর্যবেক্ষণ সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, আগামী ৯ ফেব্রুয়ারি সিকিম বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকতে কার্যত বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। কারণ শীর্ষ আদালতের ওই পর্যবেক্ষণ ঘিরে মন্ত্রী ও শাসকদলের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সর্বোচ্চ আদালত সিকিমের নেপালিদের অভিবাসী তকমা দেওয়ায় গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছে সিকিম। পরিস্থিতির জেরে ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন। পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বহু পর্যটক সিকিম সফর বাতিল করেছেন।

Latest article