দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন (Gurugram-Jaipur Highway- Fire)। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-দূষণ প্রতিরোধে কৃত্রিম বৃষ্টি দিল্লিতে!
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে (Gurugram-Jaipur Highway- Fire) চলন্ত দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ও জয়পুরের মধ্যে সংযোগকারী এক্সপ্রেসওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে সেক্টর ১০-এর গুরুগ্রাম সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা ৩০-৫০ শতাংশ দগ্ধ হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বাসে আগুন লাগাল তা এখনও জানা যায়নি।