মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, আগামী মাসেই সাংসদের ভবিষ্যৎ নির্ধারণ

Must read

বিজেপির পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রত্যাশা মতই মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল লোকসভার এথিক্স কমিটি। তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হল স্পিকার ওম বিড়লার কাছে। এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট অনুমোদিত হয়েছে। মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ৬জন সদস্য, বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪ জন। এ বার এথিক্স কমিটি সেই রিপোর্ট পাঠাচ্ছে স্পিকারের কাছে। ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই রিপোর্ট।

জানা গিয়েছে, এথিক্স কমিটি তাদের রিপোর্টে বলেছে, “মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং দর্শন হিরানন্দানির মধ্যে যে টাকার লেনদেন হয়েছে, কেন্দ্রের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনি এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করা।” তবে এথিক্স কমিটি-যে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করতে চলেছে তা প্রকাশ হয়ে গিয়েছিল বুধবারেই। এ নিয়ে মহুয়া বৃহস্পতিবার স্পিকারকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন। কী করে এথিক্স কমিটির গোপন রিপোর্ট বৈঠকের এক দিন আগে সংবাদমাধ্যমের হাতে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এ নিয়ে স্পিকার ওম বিড়লাকে বৃহস্পতিবার একটি চিঠিও লিখেছেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদ দুপুরে এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করে এ-ও দাবি করেন, স্পিকার এ নিয়ে তাঁকে কোনও জবাব দেননি। অবশ্য এথিক্স কমিটির এই রিপোর্ট নিয়ে একেবারেই ‘বিস্মিত নন’ মহুয়া। বুধবারই তিনি বলেছিলেন, ‘‘জানাই ছিল। যা হবে দেখা যাবে।’’

আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার জের তদন্তের আগেই বহিষ্কার! মহুয়ার পাশে দাঁড়িয়ে নিশানা অভিষেকের

তবে এথিক্স কমিটি বহিষ্কারের সুপারিশ করলেও তা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সংসদের শীতকালীন অধিবেশনে স্পিকার এই প্রস্তাব পেশ করবেন। বিরোধীরা আলোচনা চাইলে তা আদৌ স্পিকার গ্রহণ করবেন কি না সেটি তাঁর এক্তিয়ারের বিষয়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, নিয়ম এমনটাই। এখন এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন কতটা উত্তপ্ত হয়, এবং মহুয়ার ভাগ্য কোন পথে গড়ায় সেটাই দেখার।

Latest article