নির্দিষ্ট দিনেই হবে কালীপুজোর প্রতিমা বিসর্জন, না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ

Must read

কালী পুজোর (Kali puja) প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর নিরঞ্জন চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, আগামী মাসেই সাংসদের ভবিষ্যৎ নির্ধারণ

স্থানীয় বাসিন্দাদের যাতে দীর্ঘদিন ধরে পুজোর অনুষ্ঠান চলার কারণে কোনও সমস্যা না হয় সেই প্রেক্ষিতেই ১৫ নভেম্বরের মধ্যে কালীপুজোর ভাসানের নির্দেশ দেওয়া হয়েছে। কালীপুজোয় (Kali puja) পরিবেশ দূষণ আটকাতেও এবার প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হবে। ১২৫ ডেসিবেল শব্দ সীমার মধ্যে শুধুমাত্র পরিবেশ বান্ধব আতসবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। বাজি পোড়ানোর বিষয়ে রাজ্যবাসীকে বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকাও জারি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষকে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি ব্যবহারের আবেদন জানিয়েছেন। দিনে হোক কিংবা রাতে মাইক্রোফোনের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে ক্লাবগুলিকে অবশ্যই নিয়ম মানতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।

Latest article