তীব্র গরমেও প্রচারে পিছিয়ে থাকলেন না কালীপদ, সঙ্গ দিলেন বীরবাহা, অজিত

চা-চক্রের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন প্রার্থী কালিপদ সরেন সঙ্গে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সকাল থেকে চাঁদিফাটা রোদ ঝাড়গ্রাম জেলা জুড়ে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : তীব্র গরমে প্রচার বন্ধ নেই তৃণমূল প্রার্থীর। শনিবার ঝাড়গ্রাম জেলা জুড়ে তাপমাত্রা ছিল প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। চা-চক্রের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন প্রার্থী কালিপদ সরেন সঙ্গে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সকাল থেকে চাঁদিফাটা রোদ ঝাড়গ্রাম জেলা জুড়ে। সেই চাঁদিফাটা রোদকে উপেক্ষা করে সকাল থেকেই প্রচার শুরু তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৫ মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর সেই লোকসভা নির্বাচনের আগে লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। শনিবার সকাল থেকে প্রচারে নেমেছেন প্রার্থী কালীপদ সরেন সঙ্গে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম শহরের সবজি মার্কেট-সহ একাধিক বাজারগুলিতে ঘুরে ঘুরে প্রচার চালান।

আরও পড়ুন-তৃণমূল সিমেন্ট শ্রমিক সংগঠনের নির্বাচনী সভায় মানুষের জোয়ার

পাশাপাশি সমস্ত দোকানদারদের সাথে কথা বলেন। বাজারে পথ চলতি মানুষের সাথেও পরিচয় করেন প্রার্থী কালীপদ সরেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে কালীপদবাবু তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূল সম্পাদক অজিত মাহাত, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাত, ঝাড়গ্রামের পুরপ্রধান কবিতা ঘোষ-সহ জেলার অন্যান্য নেতৃত্ব। এর পর দলীয় কর্মীদের নিয়ে প্রার্থী মিছিল করে ঘোরেন শহরে। প্রচারের মাঝে সবজি মার্কেটে বাড়ির জন্য সবজি কিনতে দেখা গেল রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। পাশাপাশি জেলা জুড়ে তীব্র গরম পড়েছে সেই গরমের হাত থেকে একটু রেহাই পেতে সবজি বাজারে তরমুজ খেলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রার্থী কালীপদ সরেন সহ প্রচারে থাকা তৃণমূল নেতৃত্ব। সবশেষে ঝাড়গ্রাম শহরে মিছিল হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সমস্ত মানুষ আছে। প্রচারে যেভাবে এখানে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাশেই মানুষ আছে।

Latest article