প্রতিবেদন : আমেরিকার পর এবার বন্দুকবাজের হামলা ফ্রান্সে। সোমবার মধ্যরাতে প্যারিসের একটি পানশালায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় দুই বন্দুকবাজ। এই হামলায় শেষ পাওয়া খবরে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন অন্তত ৮ জন। তবে এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন-যোগীরাজ্যে দুই দলিত ছাত্রীর পোশাক খুলে নিলেন শিক্ষিকা
জানা গিয়েছে, সোমবার রাতে প্যারিসের ১১ এরনডিসেমেন্ট অঞ্চলে পপিনকোর্টের চিচা পানশালায় হঠাৎই ঢুকে পড়ে দুই বন্দুকবাজ। স্থানীয় মেয়র ফ্রাঙ্কইস ভগলিন জানিয়েছেন, কী কারণে বা কেন এই হামলা হয়েছে তা জানা যায়নি। তবে এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই হামলার কারণ জানার চেষ্টা চলছে। দ্বিতীয় বন্দুকবাজকে ধরতেও জোরদার তল্লাশি চলছে। সোমবার রাতে এই ঘটনায় পানশালার ভিতর একজন প্রাণ হারিয়েছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-শ্রীলঙ্কা : উদ্বিগ্ন ভারত
অন্যদিকে দক্ষিণ স্পেনের একটি নাইটক্লাবেও সোমবার রাতে গুলি চলেছে। তাতে অন্তত ৮ জন জখম হয়েছেন। জানা গিয়েছে, দক্ষিণ স্পেনের মারবেলা অঞ্চলের ওই নাইটক্লাবে হামলা চালায় দুই বন্দুকবাজ। শুধু বন্দুক নয়, ওই হামলাকারীদের কাছে ছিল ধারালো অস্ত্র। তবে স্পেনে দুই বন্দুকধারীকেই গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আমেরিকায় একাধিক নৃশংস হামলা হয়েছে। পুলিশ, প্রশাসন, আইন কোনও কিছুই যেন আমেরিকায় বন্দুক হামলা আটকাতে পারছে না। এরই মধ্যে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশেও নাইটক্লাবে বন্দুকবাজের হামলা শুরু হয়েছে।