পতন পাক মুদ্রার

ডলারের পাশাপাশি পাউন্ড ও ইয়েনের দামেও পতন ঘটেছে। মুদ্রার দাম কমার পাশাপাশি এদিন পাকিস্তানের শেয়ারবাজারও ছিল নিম্নমুখী।

Must read

এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানে ডলারের তুলনায় মুদ্রার দামের পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার পাকিস্তানের শেয়ারবাজার খোলার সঙ্গে সঙ্গেই ডলারের তুলনায় সে দেশের মুদ্রার দাম পড়তে থাকে। দুপুর নাগাদ খবর, প্রতি ডলারের বিনিময়ে পাকিস্তানের মুদ্রার দাম হয়েছে ২১৬ টাকা। সোমবার বাজার বন্ধের সময় যা ছিল ২১০.৯৫ টাকা।

আরও পড়ুন-প্যারিসের পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত ২

ডলারের পাশাপাশি পাউন্ড ও ইয়েনের দামেও পতন ঘটেছে। মুদ্রার দাম কমার পাশাপাশি এদিন পাকিস্তানের শেয়ারবাজারও ছিল নিম্নমুখী। এদিন পাকিস্তানের ২৫৩ টি সংস্থার শেয়ারের দরে পতন ঘটেছে। তীব্র আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে ইসলামমাবাদ। সূত্রের খবর, পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ। কিন্তু পাকিস্তান কীভাবে ওই ঋণ পরিশোধ করবে সেটাই বড় প্রশ্ন।

Latest article