নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য

Must read

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। এদিন মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রথমে ক্যানিংয়ের হেরোভাঙ্গার সুখসাগর এলাকায় একটি বাড়িতে যান। সেখানে তিনটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। মূলত ২ লক্ষ টাকা করে সাহায্য তুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তরফ থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে নিহতদের পরিবারকে। রাজ্য তরফ থেকে পৃথকভাবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তার সত্ত্বেও দলের তরফ থেকে নিহত পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। নিহতদের পরিবারের হাতে গিয়ে এদিন এই ক্ষতিপূরণের টাকা তুলে দেন মন্ত্রী শশী পাঁজা। ছিলেন মন্ত্রী দিলীপ মন্ডল, বিধায়ক পরেশ রাম দাস, বিধায়ক শওকত মোল্লা, খতিব সর্দার। পাশাপাশি কাকদ্বীপের মধুসূদনপুরে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মন্টুরাম পাখিরা। সাসংদ শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩১ জন।

আরও পড়ুন- পুর কর্মসংস্কৃতি ফেরাতে নজরদারি

Latest article