সংবাদদাতা, তমলুক : তমলুক থানার প্রসাদচক গ্রামে মঙ্গলবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে বৃদ্ধ কাকা ফুলেশ্বর বেরাকে (৬২)পিটিয়ে খুনের অভিযোগে দুই ভাইপো সুদীপ্ত বেরা ও আদিত্য বেরাকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। কয়েক মাস ধরেই দুই বাড়ির মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে নিয়ে আগে একবার সালিশি সভাও বসে।
আরও পড়ুন-সাগরে নিম্নচাপ, বুধ থেকেই বাড়বে বৃষ্টি
এই পরিস্থিতিতে বৃদ্ধ কাকাকে পিটিয়ে খুনের অভিযোগে দোষীদের শাস্তির দাবি জানিয়ে মৃতের বৌমা মৌসুমী বেরা বলেন, আমার শ্বশুরকে ওরা পিটিয়ে মেরেছে। ওদের শাস্তি চাই। না হলে ভবিষ্যতে আমরা নিরাপদে এখানে থাকতে পারব না। ফুলেশ্বরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে দুই ভাইপো। বুকে লাথি মারলে বেহুঁশ হয়ে যান ফুলেশ্বর। তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা ফুলেশ্বরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়।