চলতি বছরে রেকর্ড আয় এনবিএসটিসির

শিলিগুড়ি পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যৌথভাবে এই কাজ করছে। বেসরকারি-সরকারি বাসের পরিষেবা এখান থেকে চলবে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : রেকর্ড আয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। চলতি বছরে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা আয় করেছে সংস্থা। মে মাস পর্যন্ত তথ্য হাতে পেয়েছে সংস্থা। তাতে অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবছরের আয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এই আয় তাঁদের কাছে মাইলস্টোন। মানুষ পরিষেবা পাচ্ছে, কিছু নতুন রুট চালু হয়েছে। জানা গিয়েছে ২০২১-২২ সালে ১৫ কোটি ৬৯ লক্ষ টাকা আয় করেছিল সংস্থা। ২০২২-২৩ সালে ১৬ কোটি ৪ লক্ষ টাকা আয় হয়েছিল।

আরও পড়ুন-বিপন্নদের পাশে তৃণমূল, কালনা-কাটোয়ায় চিকিৎসা তদারকিতে মন্ত্রী-বিধায়ক

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস ৯০৮টি। এর মধ্যে ৭০৮টি গাড়ি নিয়মিত রাস্তায় চলে। রাজ্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে পরিবহণ সংস্থাকে। যা দিয়ে ৪৩টি ডিজেল বাস কেনা হবে বলে জানান চেয়ারম্যান। এরমধ্যে চারটি এসি ডিলাক্স ও চারটি রকেট বাস কেনা হবে। জানা গিয়েছে, ডালখোলা ও কৃষ্ণনগরে এক একর করে জমি আছে সংস্থার। সেই জমিতে হবে নতুন দুটি বাসস্ট্যান্ড। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে হবে বাসস্ট্যান্ড। তিন একর জমিতে তৈরি হবে এই বাসস্ট্যান্ডটি।

আরও পড়ুন-ভাবাবেগকে আঘাত ক্ষমা চাক বিজেপি

শিলিগুড়ি পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যৌথভাবে এই কাজ করছে। বেসরকারি-সরকারি বাসের পরিষেবা এখান থেকে চলবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম আরও জানান, তাতে লক্ষ্যমাত্রা ১৮ কোটি টাকা পর্যন্ত পৌঁছনো যাবে। খুব শীঘ্রই লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী চেয়ারম্যান। টিকিট চেকিং ও আরও বেশি করে গ্রামীণ এলাকায় রুট বাড়ানোতেই এই বাড়তি আয় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

Latest article