বিপন্নদের পাশে তৃণমূল, কালনা-কাটোয়ায় চিকিৎসা তদারকিতে মন্ত্রী-বিধায়ক

যাঁরা চিকিৎসার পর বাড়ি চলে গিয়েছেন, তাঁরাও সামান্য অসুস্থ বোধ করলেই যাতে হাসপাতালে চলে আসেন, সেই বার্তাও দিয়েছেন।

Must read

সংবাদদাতা, কাটোয়া : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম ১২ জন যাত্রী ফিরে কালনা (Kalna) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসার তদারকি করতে হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। চিকিৎসায় সামান্যতম গাফিলতি যাতে না হয়, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বললেন।

আরও পড়ুন-ভাবাবেগকে আঘাত ক্ষমা চাক বিজেপি

জখমদের আত্মীয়দের জানালেন, রাজ্য সরকার ও তৃণমূল পাশে রয়েছে। যাঁরা চিকিৎসার পর বাড়ি চলে গিয়েছেন, তাঁরাও সামান্য অসুস্থ বোধ করলেই যাতে হাসপাতালে চলে আসেন, সেই বার্তাও দিয়েছেন। চিকিৎসাধীন নাদনঘাটের আকবপুর, খরসগ্রাম, ধর্মতলার বাসিন্দা প্যানট্রি কারের কর্মী হিয়াত আলি শেখ, কেরলে পাইপলাইনের কাজ করতে যাওয়া হাসিবুল আলম শেখ, রাজমিস্ত্রির কাজে যাওয়া রহিম মণ্ডলরা রেলের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিলেন। বেডে শুয়েই বললেন, রেলের কেউ কোনও সাহায্য করেনি। শেষে ট্রাকভাড়া করে ফিরতে হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালেও ভর্তি ছ’জন। চিকিৎসাধীন সেন্টু শেখ, শাহআলম শেখ, মাসিদুর আলম ও রাজেশ শেখ মুর্শিদাবাদের তালিবপুর পূর্বপাড়ার বাসিন্দা। বাকি আনারুল শেখের বাড়ি কাটোয়ার বাঁধমুড়া গ্রামে ও প্রভাত মণ্ডলের কেতুগ্রামের এনায়েতপুরে। ওঁদের চিকিৎসা নিয়ে খোঁজখবর নিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Latest article