রবিবার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ঠিক ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে একটি যাত্রিবাহী বিমান। ৬৮ জন যাত্রী ছিলেন ওই বিমানে। তাদের সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন-কুতুপালংয়ের শরণার্থী শিবিরে ফ্রি রেশন থেকে শিক্ষা, তবু রোহিঙ্গারা ফিরে যেতে চান নিজভূমেই
নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তরফে আপাতত জানাগিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা। নেপাল সরকার বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে । সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।
এর মধ্যেই নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আঘাত যদিও গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ওই ২ জন নেপালের নাগরিক। বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। ইতিমধ্যে তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তাঁরা জীবিত রয়েছেন কি না, সে নিয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন-প্রাক্তন সহকারী প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান
এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মর্মাহত যেটি অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ভারত থেকে আসা পাঁচ যাত্রী সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’