ভারততীর্থ গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন ৫১ লাখ

Must read

প্রতিবেদন : কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। পৌষ মাসের শেষ দিন কপিলমুনির আশ্রম এলাকা জুড়ে প্রচুর মানুষের ভিড়। প্রশাসনের বিবৃতি অনুযায়ী প্রায় ৫১ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করেন। রাজ্য সরকারের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় বিদেশের মাটিতে বসেও গঙ্গাসাগরের (Gangasagar Mela) পুণ্যদর্শন করেন প্রায় ৬০.৪ লক্ষ মানুষ। রবিবার মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি শামিমা শেখ, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। আজ সোমবার সাগরের চারপাশ পরিচ্ছন্ন করতে সকাল ৯টা থেকে শুরু হবে স্বচ্ছ সাগর অভিযান। উল্লেখ্য, ১২ জানুয়ারি সাগরসঙ্গমে মহা সাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়্যার টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। পুণ্যার্থীরা গত ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহা সাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন যা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা প্রত্যক্ষ করেছেন।

আরও পড়ুন-নেপালে বিমান দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার ২, অবস্থা সঙ্কটজনক, সমবেদনা মুখ্যমন্ত্রীর

Latest article