দার্জিলিঙে দিল্লির পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা টয় ট্রেনের

তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে টয় ট্রেনের জন্য অনেকটাই রাস্তা ছাড়তে হয়। কিন্তু বাইরের চালকদের সেই ধারণা থাকে না।

Must read

মঙ্গলবার দুপুরে দার্জিলিঙে (Darjeeling) পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা মারে ঘুম থেকে দার্জিলিঙগামী একটি টয় ট্রেন (Toytrain)। পর্যটক বোঝাই এক চার চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে টয় ট্রেন। দুর্ঘটনাস্থলের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ির সামনের বাঁ দিকের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। পর্যটকদের সামান্য হলেও চোট লেগেছে তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয় খুব অল্প সময়ের মধ্যেই।

আরও পড়ুন-পরপর দুটো মেইলে রাজভবন ও জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি

দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটিতে দিল্লির নম্বর প্লেট রয়েছে। দিল্লির ওই গাড়িটিতে যে পর্যটকরা ছিলেন। এপ্রিল মাসে তীব্র দাবদাহে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। রেলের তরফে পর্যটকদের চিন্তা করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ২২টি ‘সামার স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিঙের পাহাড়ি রাস্তায় পর্যটকদের ভিড়ে এমনিতেই বেশ যানজট তৈরি হচ্ছে। তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে টয় ট্রেনের জন্য অনেকটাই রাস্তা ছাড়তে হয়। কিন্তু বাইরের চালকদের সেই ধারণা থাকে না। সেই কারণেই এমন এক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Latest article