প্রয়াত সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের (Sri Sarada Math and Ramakrishna Sarada Mission ) অধ্যক্ষা সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি প্রয়াত

Must read

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের (Sri Sarada Math and Ramakrishna Sarada Mission ) অধ্যক্ষা সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি প্রয়াত। আজ, মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এদিন বিকেল সাড়ে ৪টে থেকে দক্ষিণেশ্বরের সারদা মাঠে (Sarada Math, Dakshineswar) ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। আজ রাতেই শেষকৃত্য সম্পন্ন হবে। আনন্দপ্রাণা মাতাজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-কলকাতার পর এবার দেশের চার বিমানবন্দর ওড়ানোর হুমকি, মেইল প্রেরককে খুঁজছে পুলিশ

প্রব্রাজিকা আনন্দপ্রাণা রামকৃষ্ণ সারদা মঠের (Ramakrishna Sarada Math) পঞ্চম সভাপতি ছিলেন। জন্ম কলকাতাতেই। ছোট থেকেই রামকৃষ্ণ মঠ মিশনের প্রতি ছিল গভীর অনুরাগ। বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে প্রব্রাজিকা আনন্দপ্রাণা বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে পুরোপুরি সারদা মঠের সঙ্গে যুক্ত হন। ২০২২ সালে সারদা মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ওই পদে বসেন আনন্দপ্রাণা মাতাজি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তবৃন্দ।

Latest article