উচ্চমাধ্যমিকেও সিসিটিভি

Must read

প্রতিবেদন : প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও (Higher Secondary Examination 2023) কড়াকড়ির পথে হাঁটতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিশেষত স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসিটিভি বসানো সহ বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অতি স্পর্শকাতর কেন্দ্রগুলির যে তালিকা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সংসদ সূত্রে খবর, পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় ছাত্রছাত্রীদের চেকিংয়ের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহারের কথা ভাবা হচ্ছে। পরীক্ষার পরিকাঠামো যাচাইয়ের জন্য ইতিমধ্যে উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination 2023) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা জেলা সফর শুরু করেছেন। স্কুলগুলির সঙ্গে তাঁরা বৈঠকও করছেন। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। রেকর্ড সংখ্যক পড়ুয়া পরীক্ষায় বসছে।  গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। এবার সেই সংখ্যা ৮ লক্ষের বেশি। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র পড়া ও উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীদের মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় দেওয়া হবে।

আরও পড়ুন-ভারততীর্থ গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন ৫১ লাখ

Latest article