দার্জিলিং পুরসভায় আজ চেয়ারম্যান নির্বাচন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আজ সোমবার দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality- Chairman) চেয়ারম্যান নির্বাচন। একক সংখ্যা গরিষ্ঠতা অনুসারে দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যান হচ্ছেন দীপেন ঠাকুরী। ১৪৪ ধারা জারির মধ্যেই দার্জিলিং সদর মহকুমা শাসকের উপস্থিতিতেই একাধিক প্রার্থী থাকলে চেয়ারম্যান (Darjeeling Municipality- Chairman) নির্বাচন হবে। যদি একাধিক প্রার্থী না থাকে। তবে নির্বাচন হবে না। শুধু সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের সমর্থনেই চেয়ারম্যান মনোনীত হবে। অন্যদিকে, বিজিপিএম ও তৃণমূল কংগ্রেস যৌথ ভাবে পুরবোর্ড গঠন করায় খুশির হওয়া বইছে দুই দলে। তাই উল্লাসে মাতবে তারা। পুরসভার নতুন চেয়ারম্যান হতে যাওয়া ২ নম্বর ওয়ার্ডের বিজিপিএম কাউন্সিলার দীপেন ঠাকুরী বলেন, সোমবার শুধু চেয়ারম্যান নির্বাচন হবে। তার পরে দলে আলোচনা হবে কে ভাইস চেয়ারম্যান হবে। আলোচনার পরেই ঠিক হবে। তবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, তাদের সমর্থনে বোর্ড গঠন হওয়ায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই দুজন তৃণমূল কাউন্সিলরের মধ্যে একজন গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। অন্যদিকে, অমর বিজিপিএম ও তৃণমূল কংগ্রেসের ১৬ জন কাউন্সিলার উপস্থিত হবে। কিন্তু হামরো পার্টির পক্ষ থেকে প্রাক্তন চেয়ারম্যান রিতেশ পোর্টেল ও অন্য কাউন্সিলাররা কি উপস্থিত থাকবে? সেই বিষয়ে নিশ্চিত কিছু কেউ বলতে পারেনি।

আরও পড়ুন-ভারততীর্থ গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন ৫১ লাখ

Latest article