ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে পণ্যবাহী ট্রাকে আগুন

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগও এই মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শুধু তাই নয় এদিন, বিঘ্নিত রেল যোগাযোগ।

Must read

আজ, বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage) ৪৮ নম্বর গেটের কাছে একটি পণ্যবাহী ট্রাক জ্বলতে থাকে। খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয়বাহিনী এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। স্বাভাবিকভাবেই সকালে এমন এক ভয়াবহ দুর্ঘটনার ফলে ব্যাপক যানজট শুরু হয়েছে ব্যারেজে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগও এই মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শুধু তাই নয় এদিন, বিঘ্নিত রেল যোগাযোগ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর জন্যই বেঁচেছে সংসার, তাঁকেই চান আদিবাসী শিল্পীরা

জানা যায়, ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে উত্তরবঙ্গগামী একটি পণ্য পরিবাহী একটি ট্রাকে হঠাৎ করেই আগুন লেগে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। দায়িত্বে থাকা দমকল আধিকারিক এই ঘটনার বিষয়ে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরানোর চেষ্টা করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে খুব দ্রুত।

আরও পড়ুন-আদিবাসীদের বিজেপি করেছে অপমান

স্বাভাবিকভাবেই যাত্রাপথে ভোরবেলা এমন এক ঘটনার সম্মুখীন হয়ে আতঙ্কে রয়েছেন শিলিগুড়িগামী বেশ কিছু যাত্রী। তবে ঘটনায় হতাহতের খবর সেই বলেই কিছুটা হলেও স্বস্তি।

Latest article