মুখ্যমন্ত্রীর জন্যই বেঁচেছে সংসার, তাঁকেই চান আদিবাসী শিল্পীরা

আদিবাসী নৃত্য তার মধ্যে অন্যতম। দলের সভা হলে যাদের ডাক পড়ে তাদের মধ্যেই আছে বোলপুরের মহিষডাল মার্শাল ডাহার আদিবাসী নৃত্য দল।

Must read

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে বাংলার লোকশিল্পের প্রসার ঘটেছে। আদিবাসী নৃত্য তার মধ্যে অন্যতম। দলের সভা হলে যাদের ডাক পড়ে তাদের মধ্যেই আছে বোলপুরের মহিষডাল মার্শাল ডাহার আদিবাসী নৃত্য দল। এই দলের শিল্পীরাই মঙ্গলবার রামপুরহাটে মুখ্যমন্ত্রীর জনসভায় নাচ পরিবেশন করলেন। বাস বোলপুরের মহিষডাল। দলের ষোলো জনের বারোজনই মহিলা এবং চারজন পুরুষ।

আরও পড়ুন-আদিবাসীদের বিজেপি করেছে অপমান

পুরুষেরা তালবাদ্য বাজান এবং আদিবাসী মহিলারা মাথায় ধাতব কলস নিয়ে তালে তালে পা মিলিয়ে নাচেন। সেই নৃত্য শুধু মানুষের মনোহরণই করে না, এই পেশাকে নির্ভর করেই চলে শিল্পীদের সংসার। পারিশ্রমিক হিসেবে এক-একজন হাজার টাকা করে পান বলে জানিয়ে দলের নেতা পাঁচু সরেন বলেন, রাজনৈতিক সভায় আমাদের ভাড়া করে নিয়ে যাওয়া হয় ঠিকই। তবে আমাদের মন দিদির দিকেই। তিনি আমাদের নাচ দেখে খুশি হবেন, এটাই আমাদের চরম প্রাপ্তি। আজকের মতো দিদি অনেক সময় আমাদের সঙ্গে নাচে পা মেলান। এছাড়া দিদি আমাদের জন্য জয় জোহর, আদিবাসী শংসাপত্র-সহ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থা করেছেন। ফলে আমাদের মতো গরিব শিল্পীদের পরিবারগুলো দুটো খেয়ে-পরে আছি। বাংলার ভালর জন্য আমরা তাঁকেই চাই।

Latest article