আদিবাসীদের বিজেপি করেছে অপমান

উন্নয়ন নয়, আদিবাসীদের অপমান করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের কান্ডারি।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : উন্নয়ন নয়, আদিবাসীদের অপমান করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের কান্ডারি। তাই যে দল সম্মান করতে যানে তাদের ভোট নয়। মঙ্গলবার রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আদিবাসী জনসভায় এভাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

আরও পড়ুন-টার্গেট মুখ্যমন্ত্রী ও অভিষেক, সুরক্ষা ব্যবস্থা জোরদার হল আরও

হেমতাবাদের গৌরাঙ্গ ক্লাবের মাঠে এই প্রচার সভায় ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলি, ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় প্রমুখ। মূলত এলাকার আদিবাসীদের নিয়েই এই জনসভা আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার আহ্বান জানান বক্তারা। কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্রের রাজনীতি করছে। সিএএ, এনআরসি’র বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আবেদন জানান বক্তারা।

Latest article