মধ্যরাতে হেটেলেই জয়ের উৎসব, হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ হাসপাতালে

Must read

আমেদাবাদ, ২২ মে : মোতেরায় মাঠে থেকে কেকেআরের জয় দেখেছেন। জয়ের উৎসবও পালন করেছেন। যেমন করেন। খেলার পর পুত্র-কন্যাকে নিয়ে মাঠে নাইটদের জয়ের অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আমেদাবাদের ৪৫ ডিগ্রি গরমে এরপর অসুস্থ হয়ে পড়লেন বাদশা (Shah Rukh Khan)। হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কেকেআর কর্ণধার। তাঁকে বুধবার বিকেলে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে খবর।
এদিকে, নাইটদের সামনে এখন তৃতীয়বার আইপিএল ট্রফি জয়ের হাতছানি! ২০১৪ সালের পর আবারও। মঙ্গলবার ম্যাচে আগাগোড়া আগ্রাসনের সঙ্গে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে হায়দরাবাদকে দুরমুশ করে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই নবকলেবরের সৌজন্যে রয়েছেন শাহরুখ খান। এমনটাই জানালেন শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার। তাঁরা জানিয়েছেন, মাঠে শাহরুখের উপস্থিতি এবং তাঁর পেপটকই বদলে দিয়েছে দলকে।

আরও পড়ুন- ভুয়ো বিজ্ঞাপন : মোদির মিথ্যাচারের পর্দা ফাঁস

আইপিএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিওতে নাইট কর্তা শাহরুখকে (Shah Rukh Khan) নিয়ে ভেঙ্কটেশ বলেছেন, “আমরা ওঁকে বড় পর্দায় দেখি। যেখানে ওঁর উপস্থিতি দর্শককে মোহিত করে। একইভাবে ওর পেপটক তাতিয়ে দেয় আমাদের। উনি শুধু আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক নন, একজন বড় দাদাও। আমার দেখা সেরার সেরা একজন ফ্র্যাঞ্চাইজির মালিক উনি।” নাইট অধিনায়ক শ্রেয়সও বলেছেন, “মাঠে কিং খানের উপস্থিতি আচমকা দলের পরিবেশকেই বদলে দেয়। উনি দলের সঙ্গে এমনভাবে মিশে যান, যে মাঠে সবাই নিজের সেরাটা দিতে উৎসাহ পায়।” এদিকে, ফাইনালে উঠে টিম হোটেলে সেলিব্রেশনে মেতে ওঠেন নাইটরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের উপস্থিতিতে স্টার্ক, নারিন, রাসেল, শ্রেয়স এবং বরুণদের পারফরম্যান্সের প্রশংসা করেন সকলে। রবিবার ফাইনাল ম্যাচের আগে দুদিন বিশ্রামে কাটাবেন কেকেআরের ক্রিকেটাররা।

Latest article