আরএসি বিধায়কের পদ যাওয়া সময়ের অপেক্ষা, একুশের জবাব দিন ২৫ তারিখ

Must read

প্রতিবেদন : নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় ছিল। লোডশেডিং করে চারটি ইভিএমে কারচুপি করে গদ্দার অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। আমরা আদালতে গিয়েছিলাম। বিধায়ক এতই ভিতু, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। আবেদন করে, অন্য হাইকোর্টে মামলা সরিয়ে দেওয়া হোক। আদালত কষিয়ে দু’গালে থাপ্পড় মেরেছে। বলেছে কলকাতা হাইকোর্টেই মামলা হবে। নন্দীগ্রামে মানুষের জনমতকে নয়ছয় করা হয়েছে। নন্দীগ্রামের ‘আরএসি’ বিধায়কের পদ যাওয়া সময়ের অপেক্ষা। বুধবার দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নন্দীগ্রামে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভায় জনবিস্ফোরণ ঘটেছিল। তিলধারণের জায়গা ছিল না সভাস্থল-সহ আশপাশের এলাকায়। এর পর ঝাড়গ্রামের শালবনিতে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে সভা করেন অভিষেক। আদিবাসী জনজাতিগোষ্ঠীর উপর বঞ্চনা নিয়ে বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি। তাঁর কথায়, এরা তফসিলি জাতি-উপজাতি ওবিসিদের নিয়ে ভাবে না। অভিন্ন দেওয়ানি বিধি আইনে এনেছে। বিজেপি সংরক্ষণ বিষয়টাই তুলে দিতে চাইছে। আজই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ওবিসিদের সব সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। যারা ক্ষমতায় আসার আগে এই রূপ দেখাচ্ছে তারা ক্ষমতা হলে কী করবে ভেবে দেখুন। বিজেপি আদিবাসী-বিরোধী কুর্মি-বিরোধী। জনজাতিদের সত্তার আন্দোলনকে সম্মান করে না বিজেপি। ওরা ওবিসি, এসসি-এসটিদের সংরক্ষণ কেড়ে নিতে চায়।

আরও পড়ুন-ওবিসি সংরক্ষণ : প্রয়োজনে যাব উচ্চ আদালতে, বিজেপির রায় মানি না

নন্দীগ্রামে অভিষেক (Abhishek Banerjee) বলেন, আগামী ২৫ মে আবার খেলা হবে। ২১-এর বদলা ২৫ তারিখ নিতে হবে, ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনের সভায় আবাসের বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি যে মিথ্যাচার করেছেন তার ভিডিও দেখান অভিষেক।
গদ্দারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, তিন বছরে কী করেছে শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। রাজ্য সরকার কেন্দ্রের বকেয়া টাকা দিয়েছে বাংলার গরিব মানুষকে। তাঁর সংযোজন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলেন শুভেন্দু অধিকারীকে। মেদিনীপুরের মানুষ গদ্দার নয়। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী ও তার পরিবার মেদিনীপুরকে ঢাল করে নামতে চায়। তুমি গদ্দার, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়।
আত্মবিশ্বাসী অভিষেক বলেন, দেবাংশুকে অন্তত ২ লক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ। একই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁর তোপ, এখানকার বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকামনা করছেন। যিনি বাংলার নারীদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, তাঁর দাম জানতে চাওয়া হচ্ছে। মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।

Latest article