টার্গেট মুখ্যমন্ত্রী ও অভিষেক, সুরক্ষা ব্যবস্থা জোরদার হল আরও

উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে।

Must read

প্রতিবেদন : জঙ্গিরা টার্গেট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! মারাত্মক এই তথ্য সোমবার প্রকাশ্য এনেছে কলকাতা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক দুজনেরই নিরাপত্তা আরও বৃদ্ধি করা হচ্ছে। তাঁদের বাড়ি এবং অফিস- দু’জায়গারই সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এ নিয়ে ইতিমধ্যেই একদফা উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

আরও পড়ুন-চাপে থাকা ঋষভদের সামনে আজ গুজরাট

ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ও অভিষেকের জনসভাগুলির নিরাপত্তা আরও বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সভা হবে, সেই সব জায়গায় বাড়তি ড্রোন দিয়ে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বহুতল থেকে নজরদারি আরও বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে। কোনওরকম ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে, সেই নির্দেশেও এদিনের বৈঠকে দেওয়া হয়েছে বলে খবর। ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়েই এই ব্যক্তি অভিষেকের বাড়ি রেইকিও করেছিল।

Latest article