চাপে থাকা ঋষভদের সামনে আজ গুজরাট

বুধবার ফের ২২ গজে নামছেন পন্থরা। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শুভমন গিলরা আবার নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন।

Must read

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : চলতি আইপিএলে মোটেই স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর, ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। এই পরিস্থিতিতে বুধবার ফের ২২ গজে নামছেন পন্থরা। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শুভমন গিলরা আবার নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন।

আরও পড়ুন-রোড শোয়ে মানুষের বাড়ানো মুড়ি খেলেন দেবাংশু, মিশলেন ঘরের ছেলের মতো

টুর্নামেন্টে এটি দু’দলের দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম পর্বের ম্যাচটা আমেদাবাদে গিয়ে জিতে এসেছিল দিল্লি। সেদিন দিল্লির বোলারদের দাপটে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গিয়েছিল গুজরাট। তবে কোটলার ২২ গজে তেমনটা হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ এই মাঠে শেষ ম্যাচে দিল্লির বোলিংকে ছাতু করে স্কোরবোর্ডে ২৬৬ রান তুলেছিল সানরাইজার্স। বুধবারের ম্যাচেও রানের ফোয়ারা ছোটাবেন দুই দলের ব্যাটাররা, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। দিল্লি শিবির আবার জোর ধাক্কা খেয়েছে তারকা অলরাউন্ডার মিচেল মার্শ চোট পেয়ে পুরো আইপিএল থেকে ছিটকে যাওয়াতে। যদিও শেষ দুটো ম্যাচে মার্শের অভাব বুঝতেই দেননি তরুণ অস্ট্রেলীয় ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক। দু’টি ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছেন তিনি। আরেক বিদেশি ট্রিস্টান স্টাবসও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন। অধিনায়ক পন্থও ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন। বোলিংয়ের দিল্লির সেরা অস্ত্র কুলদীপ যাদব। বাঁ হাতি রিস্ট স্পিনার ইতিমধ্যেই ঝুলিতে ১০ উইকেট পুরেছেন।

আরও পড়ুন-শোভাযাত্রা করে বাঙালি পোশাকে মনোনয়নপত্র জমা,কনফিডেন্ট কীর্তি

অন্যদিকে, বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শুভমনরাও। আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারালেও, শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাট। সেই ভুলের পুনরাবৃত্তি দিল্লি ম্যাচে করতে চান না শুভমনরা। তবে তারকা ব্যাটার ডেভিড মিলার এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মের ধারেকাছেও পৌঁছতে পারেননি। যা চিন্তায় রাখছে গুজরাট শিবিরকে।

Latest article